
প্রকাশিত: Sun, Mar 19, 2023 4:12 AM আপডেট: Sat, May 10, 2025 4:29 PM
মালয়েশিয়া আপাতত বিদেশি কর্মী নেবে না
মাজহার মিচেল: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার শনিবার এক বিবৃতিতে এ কথা জানান। ১৫ লাখ কর্মী নিতে সমঝোতা স্মারক সইয়ের একদিন পরই দেশটি এ ঘোষণা দিলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সমঝোতার অনুমোদন স্থগিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশিসহ কোনো বিদেশি কর্মীই তারা আপাতত নেবে না। শুধু কর্মী নিয়োগ বন্ধই নয়, দেশটিতে কর্মরত অবৈধ অভিবাসীদের আটক এবং বের করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।
তবে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম বলছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শামসুন নাহার বলেন, মালয়েশিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করবে মন্ত্রণালয়।
সমঝোতা স্মারকের একদিন পর মালয়েশিয়ার উল্টোপথ ধরাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সমঝোতা স্মারকের আইনি ভিত্তি চুক্তির মতো শক্তিশালী নয়। কিন্তু সই করার পর বিনা নোটিশে সমঝোতা থেকে সরে আসা নজিরবিহীন। এ ধরনের ঘটনা অনভিপ্রেত, অসম্মানজনক।
মালয়েশিয়ার ঘোষণায় হতাশা প্রকাশ করে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা সভাপতি আবুল বাশার বলেন, কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। একই কথা বলেন অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু’র সমন্বয়ক অধ্যাপক ড. সি আর আবরার।
এর আগে ২০০৯ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। সরকারিভাবে কর্মী পাঠাতে ২০১২ সালের ২৬ নভেম্বর দেশটির সঙ্গে জিটুজি চুক্তি করে বাংলাদেশ। জনপ্রতি ৩৩ হাজার ৫০০ টাকা ব্যয়ে বৃক্ষরোপণ খাতে পাঁচ বছরে পাঁচ লাখ কর্মী যাওয়ার কথা ছিল। প্রায় সাড়ে ১৪ লাখ কর্মী নিবন্ধন করেন। কিন্তু তিন বছরে এ পদ্ধতিতে মাত্র ৯ হাজার কর্মী মালয়েশিয়া যান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
